
ছেলেটির নাম ইসমাইল।থাকে গোড়ান নবাবী মোড় এর দিকে।বয়স ১২-১৩ হবে।সে একজন প্রতিবন্ধী।চোখে দেখে না ও কানে ঠিক মত শুনতে পারে না।হাতেও একটু সমস্যা আছে।তবু সে তার হাত দিয়ে বাজিয়ে যায় দোতারার মধুর সুর।ইসমাইলের দেশের বাড়ি গাইবান্ধা।বাবা মোঃশামসুল হক।দারিদ্রর জন্য ইসমাইলের চিকিতসার খরচও দিতে পারে না।অবশেষে ইসমাইলের চাচাতো ভাই সামসুল হক(রিকশা চালক) ইসমাইলকে ঢাকা নিয়ে আসে।ছোট বেলা থেকেই ইসমাইল টূকটাক গান গাইতো।বাবার দোতারা বাজাতে বাজাতে একসময় দোতারায় গান গাইত।ইসমাইল ঢাকা এসেছে প্রায় আড়াই মাস।ভাই সামসুল সারা দিল রাস্তায় রাস্তায় ইসমাইলকে নিয়ে রিকশায় ঘুরে।ইসমাইল রিকশায় গান গায় আর সামসুল টাকা তোলে এভাবেই ওদের জীবন চলছে।কিন্তু ইসমাইল কত দিন এভাবে চলবে সে নিজেও জানে না।সে নিজেও বলতে পারে না ওর শেষ।আমি যখন ওকে টাকা দিলাম আর ওর সম্পর্কে জানলাম তখন ও আমাকে খুশি হয়ে একটা গান শোনালো।গানটা আমি আমার সাথে রেকর্ড করে নিয়ে এসেছি আপনাদের সাথে শেয়ার করার জন্য নিচে লিংক দিলাম।
এরকম হাজারো ইসমাইল আছে আমাদের সমাজে।তবে আজ শুধু একটাই প্রশ্ন,ইসমাইলের মত মানুষের দুঃখ কি কোনদিন ঘুচবে না? সরকার বা কোন সংস্থা কি নেই ওদের জন্য?