
লিওনার্দো দা ভিঞ্চির একটি জগত বিখ্যাত চিত্রকর্ম মোনালিসা।ধারনা করা হয় এটি মোনালিসার দ্বিতীয় সন্তান জন্ম নেয়ার স্বরনে আকা হয়।অনেকে এই রহস্যময় নারীকে ফ্লোরেন্টাইনের বনিক গিউকান্ডর স্ত্রী লিসা গেরাদিনি বলে সনাক্ত করেছেন।লিওনার্দো দা ভিঞ্চি ১৫০৩ থেকে ১৫০৬ সালের মধ্যবর্তি কোন এক সময়ে পাইন কাঠের টুকরোতে ছবিটি আকেন।এটা এতটা প্রশংসিত হয়েছে যা অন্য কোন ছবি হয়নি।আর এর একমাত্র কারন মোনালিসার রহস্যময় হাসি যা জন্ম দিয়েছে বহু প্রশ্নের।লিওনার্দো দা ভিঞ্চির সবচেয়ে প্রিয় ছবি ছিল মোনালিসা।তিনি সবসময় তার সাথে এই ছবিটি রাখতেন।মজার ব্যপার হল,ভিঞ্চি যখন কোন মডেলের ছবি আকতেন তখন তিনি সেই মডেল সম্পর্কে যাবতিয় তথ্য তার নোটবুকে তুলে রাখতেন।কিন্তু পরবর্তিতে তার নোটবুকে মোনালিসার মডেলের সম্পর্কে কোন তথ্য পাওয়া যায়নি।তাহলে কে হয়েছিল মোনালিসার মডেল?
বেল ল্যাবের ডঃলিলিয়া শোয়ার্টজ এই প্রশ্নের জবাব দেন।তার মতে লিওনার্দো তার নিজেকেই একেছিলেন এই ছবিতে।তিনি তার বক্তব্য স্বাপেক্ষে যুক্তিও দেখিয়েছেন।ডঃলিলিয়া ভিঞ্চির সেলফ পোট্রেট ও মোনালিসার ছবি দুটিকে প্রথমে ডিজিটালে রুপান্তর করেন।এরপর কম্পিউটারের মাধ্যমে ভিঞ্চির ছবিটি উল্টিয়ে ঘুরিয়ে দেন এবং ছবি দুটিকে পরস্পর যুক্ত করেন।তিনি এতে লক্ষ্য করেছেন ছবি দুটির মুখের আকৃতি ও বৈশিষ্ট আশ্চর্য ভাবে মিলে গেছে।এর মানে ভিঞ্চি নিজেকে নারি হিসেবে কল্পনা করেছিলেন এই ছবিতে।কি অদ্ভুত তাই না?
তবে যত কিছুই হোক না কেন,এটা আসলেই একটা রহস্যময় ছবি।আর কিছু রহস্য উন্মোচনহীন থাকলেই হয়তো এর সৌন্দর্য আরো ভালো করে উপভোগ করা যায়।মোনালিসার ছবিটি ফ্রান্সের লুভ্র যাদুঘরে সংরক্ষিত আছে।