
অনেকে হয়ত জানেন আবার অনেকে হয়ত জানেন না।যারা জানেন না তাদের আজ খুব ছোট কিন্তু ভালো লাগার মত একটা জিনিস শেখাব আপনাদের।আর তা হল আপনার উইন্ডোজ এর সেই অসহ্যকর Start Up ও Shut Down সাউন্ডটি পরিবর্তন এর পদ্ধতি।হ্যা,খুব সহজে আপনি এই কাজটি করতে পারেন।তবে এটি করার জন্য আপনি যে সাউন্ড দিতে চান তার কিছু শর্ত মানতে হবে।যেমন-
১.আপনি যে জিঙ্গেল সিলেক্ট করবেন তা অবশ্যই .WAV ফরম্যট এর হতে হবে।
২.যে ফাইলটি আপনি নির্বাচন করবেন তা খুব বেশী বড় হতে পারবে না।কারন যাদি এটি বড় হয় তবে আপনার কম্পিউটার চালু হতে ও বন্ধ হতে বেশী সময় নেবে।তাই সব চেয়ে ভালো হয় যদি এটি এক মেগাবাইট (1MB) এর ভেতর সীমাবদ্ধ থাকে।
যদি আপনার পছন্দের গান বা গানের অংশটুকু .WAV তে না থাকে তাহলে আপনি চাইলে যে কোন কনভার্টার দিয়ে কনভার্ট করে নিতে পারেন।
এবার আপনার Start Up ও Shut Down সাউন্ডটি পর্যায়ক্রমে এই নামে rename করুন (এটি গুরুত্বপুর্ন)।
এখন C:\WINDOWS\MEDIA তে যান।মানে C ড্রাইভের Windows ফোল্ডারের Media ফোল্ডারে যান।তাহলে এখানে অনেক গুলো অডিও ফাইল দেখতে পাবেন।এখান থেকে Windows XP Startup.WAV ও Windows XP Shutdown.WAV ফাইল দুটি সরিয়ে অন্য কোথাও সংরক্ষন করুন।যাতে করে আপনি ভবিষ্যতে একে ব্যবহার করতে পারেন।এবার আপনার রিনেম করা পছন্দের অডিও ফাইল দু'টি এখানে পেস্ট করুন।ব্যাস,কাজ শেষ।এখন শুধু আপনার নতুন Windows XP Startup ও Windows XP Shutdown সাউন্ড উপভোগ করুন।
ধন্যবাদ।