
হলিউড মুভি Spy Kids দেখেছেন?আমি যখন দেখতাম তখন ভাবতাম আমার যাদি এরকম ঘড়ির ভেতর এতসব থাকত তাহলে কেমন হত?হয়তো আমার মত এ রকম অনেকেই ভাবতো।তখন অবশ্য জিনিসটা ছিল কাল্পনিক।কিন্তু এখন সেই কল্পনা নিল বাস্তবে রূপ।হ্যা,আসলেই কথাটা সত্যি।এই ঘড়ি কখনো হবে এমপিথ্রি,কখনো হবে মোবাইল,কখনো হবে ক্যামেরা,কখনো হবে এলার্ম।ঘড়িটি GSM প্রযুক্তিতে তৈরি।এতে রয়েছে ১.৩ মেগাপিক্সেল ক্যামেরা,1GB মেমোরি কার্ড সাপোর্ট,ভাইব্রেশন,সেভেন কালার লাইট,ব্লুটুথ,ইনকামিং ও আউটগোয়িং কল সুবিধা এবং আরো অনেক কিছু।এর দাম রাখা হয়েছে 47 US ডলার অথবা 300 ইউরো।