
সমস্যা থাকলে চিরদিন তার সমাধানও থাকবে।কিছুদিন আগে আমি একটি সমস্যায় পরেছিলাম।আর তা হল .rar ফাইল কনভার্ট করতে পারছি না।অনেক গুলো সফটওয়্যার নামিয়েছি কিন্তু কনভার্ট করতে পারছি না।মারাত্মক সমস্যার মধ্য ছিলাম।হাতের কাছে কোন সফটওয়্যারও ছিল না।তাই গুগলে অনলাইনে কনভার্ট করার মত কোন সাইট আছে কিনা তা খুজতে লাগলাম।অবশেষে পেয়েও গেলাম।শুধু তাই নয়।এতে আপনি ডাউনলোডের আগেই অনলাইনে কনভার্ট করে তার পর ডাউনলোড করতে পারেন।সাইটটির নাম হল www.wobzip.org । এতে যে সব ফাইল সাপোর্ট করবে তা হল 7z, ZIP, GZIP, BZIP2, TAR, RAR, CAB, ISO, ARJ, LZHCHM, Z, CPIO, RPM, DEB এবং NSIS । আপনি চাইলে অনলাইনে আপনার সফটওয়্যার বা যা আপনি কনভার্ট আনজিপ করতে চান তার URL দিয়েও এ কাজ করতে পারেন বা আপনার কম্পিউটার থেকে নিয়েও আন কম্প্রেস করতে পারেন।আপনার পিসি থেকে নিয়ে করার জন্য নিচের চিত্রের ১.নং দেখানো অংশে ক্লিক করে তার পর আপনার পিসি থেকে নিয়ে করতে পারেন।অথবা ২.নং দেখানো অংশে ক্লিক করে যে বক্স আসবে তাতে আপনার দরকারি জিনিসের URL দিয়েও এ কাজটি করতে পারেন।
