মনকে কখনো ছোট করবেন না।আপনার লক্ষ্য আপনি অটুট থাকুন।সাফল্য আপনার আসবেই।আজ যারা অনলাইন জগতে সফলতার শীর্ষে তাদের রাজ্য বিস্তার করেছে আপনি কি মনে করেন তারা এত সহজেই এতদূর আসতে পেরেছে?গুগল,ইয়াহু,msn,মাইক্রোসফট সকলকেই এগিয়ে আসতে হয়েছে সেই কাটাময় পথ ধরে।আর এ জন্যই আজ তারা সফলতার শীর্ষে।মাঝে মাঝে আপনার কাছে মনে হতে পারে এসব সাইটের কাছে আপনার সাইটটি অতি সামান্য।কিন্তু একবার ভেবে দেখেন,তাহলে বুঝবেন এরাও একদিন সামান্যই ছিল।
চলুন তাহলে দেখি আজকের অনলাইন জগতে রাজ্য বিস্তার করা ও সফলতার শীর্ষে থাকা কিছু ওয়েবসাইটের শুরুর দিকের চেহারা।

Yahoo,1996

MSN,1996

Wikipedia,2001